এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সম্মেলন কড়্গে গত বুধবার “জাতীয় পুষ্টি সেবা” বিষয়ে পলিসি পরিচালনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন। জনসংখ্যা ও পুষ্টি সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় “জাতীয় পুষ্টি সেবা” (এন এন এস) বিষয়ক এই সভায় প্রধান অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আর,এমওডাঃ সাজেদুর রহমান, ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাদির উজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এডিপি ম্যানেজার বিমল কুমার রম্নরাম সহ ইউপি চেয়ারম্যান গণ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ এতে উপসি’ত থেকে বক্তব্য রাখেন। পুষ্টি সেবা সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছাতে বক্তাদের পরামর্শ গ্রহন করা হয় এবং সেই মোতাবেক ভবিষ্যতের কর্মসূচীর গ্রহন করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ‘ন্যাশনাল নিউটিশন সার্ভিস’ প্রোগামের মাষ্টার ট্রেইনার হিসেবে উপসি’ত ছিলেন ডাঃ দেওয়ান মোঃ মেহেদী হাসান। সব শেষে প্রধান অতিথি পুষ্টিকর খাদ্য গ্রহনের প্রত্যেককে আহবান জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …