19 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জিয়ানগরে পপুলার লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক এক গ্রহকের মৃত্যু দাবির চেক জালিয়াতী করে টাকা উঠিয়ে নিয়েছে পপুলারের

জিয়ানগরে পপুলার লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক এক গ্রহকের মৃত্যু দাবির চেক জালিয়াতী করে টাকা উঠিয়ে নিয়েছে পপুলারের

পিরাজপুর প্রতিনিধি: জিয়ানগরে পপুলার লাইফ ইন্সুরেন্স লিঃ ইসলামী ডিপিএস এর এক গ্রহকের মৃত্যু দাবির চেক জালিয়াতী করে ১লক্ষ টাকা উঠিয়ে নিয়েছে প্রতারক পপুলারের এক শাখা ব্যবস্থাপক। উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুল হকের স্ত্রী রাজিয়া বেগম পপুলার লাইফ ইন্সুরেন্সর এর খেজুরতলা শাখার অধিনে স্থানীয় ব্যবস্থাপক নজরুল ইসলামের মাধ্যমে ১০ বছর মেয়াদী ডিপিএস করেন। কিন’ ২ বছর আগে রাজিয়া বেগম মারা গেলে শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম ও পিরোজপুর পপুলার লাইফ ইন্সুরেন্সেএর কর্মকর্তাদের যোগসাজসে রাজিয়া বেগমের মনোনীত ২ মেয়ে মাহামুদা ও হামিদার ছবি ও স্বাক্ষর জালিয়াতী করে নজরুল ইসলাম তার ভাগনি ও বোনের ঐ পরিচয় দিয়ে ১ লক্ষ ৯ জাহার টাকার মৃত্যু দাবির চেক গত এপ্রিল মাসে গ্রহন করেন। এবং ঐ চেক জমা দেওয়ার জন্য জিয়ানগর রূপালী ব্যাংক শাখায় প্রতারক নজরুল একই ভাবে একই নামে তার বোন ও ভাগনির নামে একাউন্ট খুলে ঐ চেকের টাকা কালেকশন করার জন্য জমা দেয়। গত ১০ মে নজরুল ইসলাম তার বোনের নামে ঐ হিসাব থেকে এক লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ বিষয় এলাকায় আলোড়ন সৃষ্টি হলে মৃত্যু রাজিয়া বেগমের স্বামী ভবানীপুর গ্রামের ফজলুর রহমান পপুলার লাইফ ইন্সুরেন্সের হেড অফিসের কর্মকর্তা কাছে বিষয় টি জানান। হেড অফিসের কর্মকর্তা মাওঃ দিদারুল ইসলাম এ্‌ই অভিযোগের ভিত্তিতে জিয়ানগর রূপালী ব্যাংক শাখায় অভিযুক্ত নজরুল ইসলাম সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিদের নিয়ে ঐ একাউন্টের একাউন্ট হোল্ডারের ছবি ও স্বাক্ষর চেক করেন। তাতে দেখা যায় নজরুল ইসলাম প্রকৃত মৃত্যু দাবির চেক প্রাপ্ত ফজলুল হকের দুই মেয়ে মাহামুদা ও হামিদার ছবি ও স্বাক্ষর পরির্বতণ করে নজরুল ইসলামের আত্মিয়দের ছবি লাগিয়ে টাকা উঠিয়ে নিয়েছে। বিষয়টির সত্যতা প্রমাণ হওয়ায় প্রতারক নজরুল ইসলাম এক লক্ষ টাকা পপুলারের অফিসের কর্মকর্তার কাছে বুঝিয়ে দেয়। এ বিষয় নজরুল ইসলাম তার চেক জালিয়াতী ও প্রতারণার কথা শিকার করেন। হেড অফিসের কর্মকর্তা মাওঃ দিদারুল ইসলাম জানান টাকা ফেরৎ পেয়েছি প্রকৃত মৃত্যু দাবি প্রাপ্তদের অল্পের মধ্যে টাকা দেওয়া হবে। পিরোজপুর পপুলার লাইফ ইন্সুরেন্সএর অভিযুক্ত কর্মকর্তা আজগর আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তার অফিসের এক পিওন বলেন সার বাইরে আছে রহস্য জনক ভাবে ফোনে কথা বলেননি। রূপালী ব্যাংক জিয়ানগর শাখার ব্যবস্থাপক মোঃ মিনার শরীফ জানান, পপুলার লাইফ ইন্সুরেন্সএর নজরুল ইসলাম নিজেই নমিনি থেকে বোন ও ভাগনির নামে একাউন্ট খুলে এক লক্ষ টাকা উত্তোলন করেছে। এখন ৯ হাজার টাকা ঐ একাউন্টে জমা আছে। এ বিষয় রাজিয়া বেগমের স্বামী ফজলুর রহমান জানান প্রতারক নজরুল ইসলাম চেক বিতরণ করার পরও আমাকে বলে আপনাদের চেক এখন ও হয়নি। তিনি তার সম্পূর্ন টাকা পেলে কোন মামলা করবেনা বলে জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …