19 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / স্বরুপকাঠিতে জাহিদ হত্যা মামলার আসামী প্রকাশে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছেনা

স্বরুপকাঠিতে জাহিদ হত্যা মামলার আসামী প্রকাশে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছেনা

পিরোজপুর প্রতিনিধিঃ
ছেলে হত্যার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে ক্লানত্ম হয়ে প্রশাসনের উপর আস্তা হারিয়ে হতাশ হয়ে পড়েছেন পিরোজপুরের স্বরুপকাঠির বৃদ্ধ হাতেম আলী। দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে এখন বাকরুদ্ধ জাহিদের মা ও তার পরিবার। ২০১০ সালের ১৮ জুন বানারিপাড়া থানার উমারের পাড় গ্রামে বেড়াতে গিয়ে খুন হন জাহিদ (২০)। জাহিদের বাবা হাতেম আলীর দায়ের করা মামলায় ৩ নম্বর আসামী স্বরুপকাঠির প্রভাবশালী মাদক ব্যবসায়ী হওয়ায় অন্য আসামীদের গ্রেপ্তার ও মামলা তদনেত্ম বাধা গ্রস্ত হচ্ছে বলে জাহিদের পরিবারের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক জাহিদের এক আত্মীয় বলেন, মিয়ারহাটের লোক দেখানো মাছের ব্যবসায়ী, সোহাগদল ইউনিয়নের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম নাজু এ মামলার পলাতক আসামী হওয়ায় ন্যয় বিচারের আশা ছেড়ে দিয়েছেন জাহিদের পরিবার। তিনি আরও বলেন, নাজু আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে স্বরুপকাঠির মিয়ারহাটে বসে অবৈধ রেক্টিফাইড সিপ্রট বিক্রি, পুলিশের নামে চাঁদাবাজি, সাংবাদিকদের হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ালেও স্বরুপকাঠি থানা পুলিশের একাধিক ব্যাক্তির সাথে প্রকাশ্য মেলামেশা থাকায় সাধারন মানুষ নাজুর বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনা। বিভিন্ন সূত্রে জানা যায়, নাজুর প্রশাসনের সাথে ভালো সম্পর্ক থাকায় দাম্ভিকতার সহিত বিভিন্ন স্থানে বসে বলে বেড়াচ্ছে নাজুকে গ্রেফতার করে এমন পুলিশ প্রশাসন নেই। নাজুর অবৈধ কর্মকান্ড নিয়ে সাংবাদিকরা পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে থাকলে নাজু ওই সকল সাংবাদিকদের জীবন নাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করেন। ওই সকল সাংবাদিকরা ইতিমধ্যেই বরিশাল পুলিশের ডিআইজি এবং পিরোজপুর পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে নাজু ও তার সহযোগিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা যায়।বানারিপাড়া থানা সূত্রে জানা যায়, এমপি ৬৬/২০১০ এবং জিআর ৬২/২০১০ নং মামলাটি ২০১০ সালের সেপ্টেম্বর মাসে সুষ্ঠ তদনেত্মর জন্য ডিবিতে পাঠানো হয়। জাহিদ হত্যার মামলার বরিশাল ডিবির তদনত্মকারী অফিসার মোঃ জহিরম্নল ইসলাম বলেন, মামলার চার্জসিট এখনো প্রদান করা না হলেও আমরা আসামীদের ধরার চেষ্টা করছি। পলাতক আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জানতে চাইলে বলেন তদন্তের সার্থে কিছু বিষয় প্রকাশ করা যাচ্ছে না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …