পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের চাঞ্চল্যকর স্কুল শিক্ষক ইটভাটা মালিক আল্হাজ্ব এনামুল হক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ যুবককে গেফতার করেছে । গত শুক্রবার গভীর রাতে উপজেলার দুধিয়াবাড়ি গ্রাম থেকে প্রলিশ তাদের গ্রেফতার করে ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে ভেন্ডাবাড়ি পুলিশ তদন- কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী সঙ্গীয় ফোর্স সহ বর্ণিত স্থানে এক অভিযান চালিয়ে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ি গ্রামের পাকার মাথা নামক স্থানে একটি ছিনতাইকৃত মোটরসাইকেলের টাকা লেনদেনের প্রস’তি কালে গাইবান্ধার সাদুল্যাপর উপজেলার জামালপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র কামরুজ্জামান মানিক(৩৪), পীরগঞ্জ উপজেলা সদরস’ সর্দারপাড়ার আনছার আলীর পুত্র রুবেল(৪০) ও ওসমানপুর গ্রামের ছলিম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম সুজন(৪২) কে গ্রেফতার করে। পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা এনামুল হত্যাকান্ড সম্পর্কে খুনের গুরুত্বপুর্ন তথ্য দিয়েছে এবং এদের নামে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও চাদাবাজীর মামলা রয়েছে।
উল্লেখ্য গত ৩ মে রাতে উপজেলার দানিশনগরে স্কুল শিক্ষক ও ইটভাটা থেকে ব্যবসায়ী কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বর্ণিত স’ানে খুন হন । এসময় খুনিরা তার ব্যবহৃত লাল রংয়র ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটিও নিয়ে যায়। পরদিন সকালে শাল্টি শিবারপাড়ার রাস-ার পাশে একটি ভুট্রাক্ষেত থেকে পুলিশ শিক্ষক এনামুলের হাত-পা বাধা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখেছে । আর এ ঘটনায় এই প্রথম ৩ জন গ্রেফতার হল ।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …