কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভাকে কেন্দ্র করে দু’গ্রম্নপ মুখোমুখি অবস্থান নিয়েছে। পনির গ্রুপ সকাল থেকে টাউন হল দখলে রেখে প্রতিনিধি সম্মেলন করলেও তাজুল গ্রম্নপ তা বানচালের জন্য শহরে বিড়্গোভ মিছিল করেছে। গতকাল শনিবার টাউন হলে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ প্রতিনিধি সভা আহবান করেন। এরই প্রতিবাদে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরীর গ্রুপ শহরে বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, পনির গ্রুপের আহুত প্রতিনিধি সভাকে বানচাল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদের সাক্ষরিত এক চিঠিতে ঐ সভাকে অবৈধ ঘোষনা করা হয়। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সভা স’ল টাউন হলের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ দিন ধরে কুড়িগ্রামে জাতীয় পার্টির কার্যক্রম না থাকায় সম্প্রতি জেলা আহবায়ক কমিটি ঘোষনার পর থেকে তাজুল গ্রম্নপ ও পনির গ্রম্নপ পরস্পর বিরোধী অবস’ান নেয়। টাউন হলের প্রতিনিধি সভায় আলহাজ্ব পনির উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উদ্দ্যোশে বলেন, কুড়িগ্রামের জাতীয় পার্টির অবস’ানকে আরো সুসংগঠিত করতে হলে সর্বপ্রথম কুড়িগ্রামের বহুদল ত্যাগকারী অবাঞ্চিত ব্যক্তি তাজুল ইসলামকে দল থেকে বাদ দিতে হবে। তার নেতৃত্বে কুড়িগ্রামের জাতীয় পার্টিকে সুসংগঠিত করার কোন সুযোগ নেই। তাঁরা আশংকা করে বলেন- এমনও হতে পারে তাজুল ইসলাম চৌধুরী এক সময় নিজেই বাধ্য হবে দল ত্যাগ করতে। বর্তমানে তিনি যা করছেন তাতে কুড়িগ্রামের জাতীয় পার্টিকে ভেঙ্গে অন্য দলে যোগ দেয়ার পায়তারা চালাচ্ছেন। এমন অভিজ্ঞতা তাঁর বহুবার আছে। এ জন্য তাঁরা পার্টির চেয়ারম্যানকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। সমপ্রতি আহবায়ক কমিটি ঘোষণা করার বিষয়টি বলতে গিয়ে সদস্য সচিব পনির উদ্দিন বলেন, সদস্য সচিবকে বাদ দিয়ে আহবায়ক কমিটি হতে পারে না। এ সমস- ভূয়া ও পকেট কমিটি বানিয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মাঝে ভাঙ্গনের অপচেষ্টা চালানো হচ্ছে। যা সফল করতে দেয়া হবে না বলে তিনি জানান। অপরদিকে, তাজুল ইসলাম চৌধুরী সবুজ পাড়াস’ তাঁর বাসভবনে বলেন, রাজনীতিতে দল ত্যাগের ঘটনা বহুজনের আছে থাকতেই পারে আমি ঘরের ছেলে ঘরেই ফিরেছি।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …