22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / ইউনেস্কোর মহাপরিচালক নওগাঁর বৌদ্ধ বিহার পাহাড়পুর পরিদর্শন

ইউনেস্কোর মহাপরিচালক নওগাঁর বৌদ্ধ বিহার পাহাড়পুর পরিদর্শন

এন বি এন ডেক্সঃ নওগাঁর ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুর ইউনেস্কোর মহা পরিচালক মিঃ ইরিনা বোকোভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার হেলিকাপ্টার যোগে দুপুর ১২ পৌছে এবং বেলা দেড়টা পর্যন- পরিদর্শন করেন। হেলিকাপ্টার থেকে নামার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ড. আকরাম হোসেন চৌধূরী এমপি, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার উজ জামান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আকতার মামুন প্রমুখ। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে নওগাঁ বাসীর পক্ষ থেকে নেচে গেয়ে স্বাগত জানিয়ে বরন করে নেন। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসাবে উপসি’ত ছিলেন, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধূরী, প্রত্নতত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম, ইউনেস্কোর নির্বাহী সিনথিয়া গাটম্যান, ইউনেস্কোর স্থানীয় প্রতিনিধি কিচি ওয়াসু, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপ-সচিব রামচন্দ্র দাস ও ময়েন উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …