এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে ভূগর্ভস’ পানি স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো বরেন্দ্র এলাকায় এ সমস্যা আরও প ্রকট আকার ধারণ করেছে। এসব এলাকায় বসবাসকারীরা খাবার পানি সংগ্রহ করছে দূর-দূরানে-র গভীর ও অগভীর নলকূপ থেকে। বাড়ির গৃহবধূরা দূর-দূরানে-র গভীর নলকূপগুলো থেকে প্রতিদিনই কষ্ট করে পায়ে হেঁটে পানি সংগ্রহ করে নিয়ে আসছে। কখনো গভীর ও অগভীর নলকূপ বন্ধ থাকলে এসব পরিবারে খাবার পানি নিয়ে দুর্ভোগের শেষ থাকেনা। বরেন্দ্র এলাকার বাইরে বসবাসকারী আরো শত শত পরিবারে ব্যবহৃত টিউবওয়েলগুলো দিয়ে খুব সামান্য পানি উঠলেও সে পানি দিয়ে নিত্য প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। এসব টিউবওয়েল দিয়ে যে সামান্য পানি উঠছে সে পানি খুব শক্তি দিয়ে তুলতে হচ্ছে। প্রকৃতিতে তীব্র খবার সাথে দীর্ঘ সময় ধরে অনাবৃষ্টির ফলে এ অবস’ার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট অভিজ্ঞরা মনে করছেন। এখন এমনিতেই চলছে বোরো মৌসুম। এ বোরো আবাদ ভূগর্ভস’ পানির উপর নির্ভরশীল। বোরোতে সেচের জন্য এলাকায় শত শত গভীর এবং অগভীর নলকূপ চলায় ভূগর্ভস’ পানির উপর প্রচন্ড চাপ সৃষ্টি হওয়ায় পানি স-র দ্রুত নিচে নেমে গেছে। পানি স-র নেমে যাওয়ায় ধান মাঠের স’ানভেদে সেচযন্ত্রগুলোই ১৫ থেকে ৪০ ফুট পর্যন- মাটি খুঁড়ে গভীরে স’াপন করে পানি সেচের কাজ পারি দেয়া হচ্ছে। শ্যালো ইঞ্জিনগুলোরই যখন এ অবস’া তখন টিউবওয়েলগুলোর অবস’াতো খুবই করুণ। এমতাবস’ায় পারিবারিকভাবে ব্যবহৃত টিউবওয়েলগুলোর কোনটি দিয়ে একবারেই পানি উঠছেনা, আবার কোনটি দিয়ে উঠছে খুব সামান্য পানি।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …