কুড়িগ্রাম প্রতিনিধিঃ “হয় মৃত্যু নয় নাগরিকত্ব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত রবিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ভারত বাংলাদেশ ছিট মহল বিনিময় সমন্বয় কমিটি। সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারত বাংলাদেশ ছিট মহাল সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক ও সাধারন সম্পাদক গোলাম মোস-ফা। তারা বলেন ১৯৭৪ সালের মজিব ইন্দ্রারা চুক্তি দীর্ঘ দিনেও বাস-বায়িত না হওয়ায় ছিট মহলেও মানুষ ঠিকানাহীন ভাবে বসবাস করছে। ৭৪’র চুক্তির ১ নং ধারার ১২ উপ-ধারায় ছিট মহলের নাগরিকদের স্বাধীন মতামতের উল্লেখ থাকলেও তারা ভারত বাংলাদেশে কোন দেশ থেকে মানবিক অধিকার গুলি পাচ্ছে না। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য সরকার ভুল বুঝে উল্লেখিত ধারাটি কার্যকর করার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করেছে। সভাপতি মইনুল হক বলেন, গত এপ্রিল মাসে এক জরিপ করে দেখা গেছে ভারতীয় ১১১টি ছিট মহলের অর্ধলক্ষ মানুষের মধ্যে মাত্র ৭৪৩ জন ভারতের মূল ভূখন্ডের সঙ্গে যেতে চায়। আর বাকি মানুষ বাংলাদেশের সঙ্গে থাকতে চায়। তিনি ছিট মহাল বিনিময় দ্রুত বাস-বায়নের জন্য দু’ দেশের সরকারের নিকট দাবি জানান, অন্যথায় পরবর্তিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন।
Home / জাতীয় সংবাদ / ভারত বাংলাদেশ ছিট মহাল সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের উদ্দ্যেগে সাংবাদিক সম্মেলন
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …