22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মামলা প্রত্যাহার ও রিজভী আহম্মেদকে অবিলম্বে মুক্তির দাবী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মামলা প্রত্যাহার ও রিজভী আহম্মেদকে অবিলম্বে মুক্তির দাবী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও বাড়িতে তল্লাশী এবং বিএনপি যুগ্ম মহাসচিব কুড়িগ্রামের কৃতিসন্তান ১/১১’র সরকারের বিরুদ্ধে সোচ্চার কন্ঠস্বর রুহুল কবীর রিজভী আহমেদ গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক এমপি উমর ফারুক, সাবেক এমপি আব্দুল বারী, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম পৌর মেয়র নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, প্রচার সম্পাদক মিজানুর রহমান পিন্টু, কোষাধক্ষ্য কফিল উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ফখরুল ইসলাম, তথ্য সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম দুলাল, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন বর্তমান সরকার ফ্যাসীবাদি কায়দায় বিরোধী আন্দোলন দমন করতে রাজনৈতিক শিষ্টাচার লংঘন করেছে। বিএনপির নেতা-কর্মীকে একের পর এক হত্যা, গুম করে মিথ্যা মামলা ও হামলা করে পুনরায় ক্ষমতায় ফিরে আসার পায়তারা করছে। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানান। অন্যথায় কুড়িগ্রাম জেলা থেকে বৃহৎ আন্দোলনের মাধ্যমে রিজভী আহম্মেদকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …