এন বি এন ডেক্সঃ নওগাঁর ছাতড়া হাটে সরকার নিদ্ধারিত হারে টোল আদায় না করে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে হটের ইজারাদার সরকার নির্দ্ধরিত হারে টোল আদায় না করে যেখানে প্রতিটি গরুর জন্য ২শ টাকা টোল আদায় করার কথা সেখানে প্রতিটি গরুতে টোল আদায় করা হয় ২শত ৫০ টাকা।এ ছাড়া প্রতিটি ছাগলের জন্য ৭৫ টাকা টোল আদায়ের কথা থাকলেও তা অমান্য করে আদায় করা হয় শতকার ১০ টাকা হারে। এ ছাড়া প্রতি সোমবারের এই হাট থেকে স’ানীয় ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদ ৮হাজার টাকা আদায় করে থাকেন।
এ বিষয়ে টোল আদায়কারিদের সাথে কথা বলা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন এখানে সম্পূর্ণ সরকার নির্দ্ধারিত হারেই টোল আদায় করা হয়। এক প্রশ্নের জবাবে তারা বলেন ইউনিয়ন পরিষদ কোন টাকা আদায় করে কিনা তা তাদের জানা নেই।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …