এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে জনি-গ্রাম টিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব-উল ইসলামের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কমিটি গঠন, পুরাতন বিজ্ঞান ভবনের ইট,রড়, জানালা-দরজা ও নিম গাছ বিক্রির অর্থ আত্নসাৎ, বিদ্যালয়ে না যাওয়ার একাধিক সংবাদ প্রকাশের পর দূর্নীতিবাজ ওই শিক্ষক বেপোরোয়া হয়ে উঠেন। এর জের ধরে প্রধান শিক্ষক আফতাব-উল ইসলাম গত ২৭ ও ২৮ এপ্রিল মোবাইল ফোনে এবং প্রকাশ্যে সাংবাদিক মোঃ আককাস আলী, বরুন মজুমদার ও কাজী সামছুজ্জোহা মিলনের হাত পা ভেঙ্গে ভারতে পাঠিয়ে দেবার হুমকি দেন। এঘটনায় সাংবাদিকেরা ১লা মে জীবনের নিরাপত্তার জন্য মহাদেবপুর থানায় আফতাব-উল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরী দায়ের করেন(যার নং-২৭)। অপর দিকে দূনীতিবাজ শিক্ষকের ক্ষমতার এত উৎস কোথায় জানতে বিভিন্ন মাধ্যমের সাথে যোগা-যোগ করে জানা যায়, আফতাব-উল ইসলাম উপজেলা জামায়াত ইসলামী সংগঠনের একজন সক্রিয় দাতা সদস্য ছিলেন। নানা অপকর্ম কাজের সাথে জরিয়ে পড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। খোজ নিয়ে আরও জানাযায়, প্রধান শিক্ষক আফতাব-উল ইসলাম প্রায় বিদ্যালয়ের বাহিরে থাকতেন। এসময় গুলো তিনি কোথায় থাকতেন, বিদ্যালয় থেকে আত্নসাৎকৃত অর্থ কোথায় ব্যয় করতেন সময়ের প্রয়োজনে এসব খতিয়ে দেখা অতিব প্রয়োজন বলে সর্বত্র তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তার এসব অপকর্মে অতিষ্ঠ উপজেলার জনি-গ্রাম এলাকার প্রবিন মুক্তিযোদ্ধা কালিপদ সরকার, শফিউদ্দীন ও আয়েজ উদ্দীন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চশমখোর প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রত ব্যবস’া না নিলে বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এমনিতেই গত ৪ মাসে ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এসব ঘটনায় প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়মের কথা স্বিকার করে উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক জানান, অভিযুক্ত শিক্ষক আফতাব-উল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস’া নিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। অপর দিকে আফতাব-উল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকেরা যত খুশি, যা খুশি লিখতে পারে আমার চাকুরী খাওয়ার কারও ক্ষমতা নেই।
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে জনি-গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান দ্ধে অনিয়ম-দূনীতির খবর প্রকাশ হওয়ায় সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি, থানায় জিডিশিক্ষকের বিরু
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …