2 Boishakh 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় ইউপি.চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক নির্যাতন! থানায় মামলা দায়ের

নওগাঁর মান্দায় ইউপি.চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক নির্যাতন! থানায় মামলা দায়ের

এন বি এন ডেক্সঃ নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও তার ক্যাডার বাহিনী কর্তৃক সাংবাদিক হোসেন আলীকে পেশাগত দায়িত্ব পালন কালে অপহরণ করে এবং শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে তার কাছে থাকা ভিডিও ক্যামেরা মোবাইল মেমোরী এবং নগদ ২ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। উপজেলার গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের ষড়যন্ত্রের শিকার জনৈক শিক্ষিকা বিষয়ে ঐ ইউপি চেয়ারম্যান কর্তৃক ইখতিয়ার বর্হিভূত মনগড়া বিচার কালে পেশাগত দায়িত্ব পালনের উদ্দ্যেশে মান্দার রিপোটার্স ইউনিটির সদস্য ও দৈনিক দিনের শেষে প্রত্রিকার মান্দা প্রতিনিধি সাংবাদিক হোসেন আলী ঘটনা স’লে গেলে চেয়ারম্যান বাবুল চৌধুরী ক্ষিপ্ত হয়ে তার ক্যাডার বাহিনী ইউপি সদস্য আজাদ, কাজী আমিনুল ইসলাম, হাফিজুর রহমান সহ অন্যান্যদের হুকুম দিলে সাংবাদিক হোসেন কে জনসম্মুখে জোর পূর্বক ঘটনাস’ল থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন চালায়। অপহরণের খবর পেয়ে মান্দা রিপোটার্স ইউনিটির আহবায়ক, ও সাবেক সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহান এবং মান্দা থানার ওসি আব্দুল্লাহিল বাকি কে বিষয়টি জানিয়ে তাকে উদ্ধারের ব্যবস’া নিতে বললে ওসি বলেন, দরখাসত্ম দেন পরে দেখা যাবে। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিককে উদ্ধারের কোন ভূমিকা ও সহযোগীতা না পেয়ে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধারের জন্য অপহরণের স’লে ছুটে গেলে তাৎক্ষনিক তারা সাংবাদিক হোসেনের কাছে থাকা ভিডিও ক্যামেরা, মোবাইল মেমোরী এবং নগদ ২ হাজার ৫শত টাকা ছিনতাই করে নিয়ে তাকে ফেলে চলে যায়। বাবুল চৌধরী ও তার ক্যাডার বাহিনী তাকে ফেলে যাওয়ার সময় সাংবাদিক হোসেন কে মামলা এবং কোন পত্রিকায় নিউজ যেন না হয় বলে হুমকি প্রদান করে জোরপূর্বক সাদা কাগজে অঙ্গিকার নামা লিখে নিয়ে স্বাক্ষর করে নেয়। এ বিষয়ে সাংবাদিক হোসেন আলী বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা করেছেন কিন’ কোন অজ্ঞাত কারনে থানা কর্তৃপক্ষ কোন প্রকার আইনগত ব্যবস’া গ্রহণ করছেন না। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল বাকি এর সঙ্গে সেল ফোনে কথা বললে তিনি এ প্রতিবেদককে জানান মামলাটি তদন- চলছে, অভিযোগ প্রমানিত হলেই আসামীদের গ্রেফতার করা হবে। আর অন্যান্য প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অপরদিকে সাংবাদিক মামলা করে ঐ সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট বিষয়ে জরুরী ভাবে প্রশাসনের হস-ক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …