7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কুড়িগ্রাম আশা’র উদ্যোগে ঋণ মওকুফ বীমা দাবী ও সঞ্চয় ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম আশা’র উদ্যোগে ঋণ মওকুফ বীমা দাবী ও সঞ্চয় ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জস’ এনজিও প্রতিষ্ঠান আশা, সদর-১ ব্যাঞ্চ এর উদ্যোগে বীমা দাবী, ঋণ মওকুফ এবং সঞ্চয় ফেরতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দৈনিক খবর-এর ঘোষপাড়াস’ কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে আশা’র সুরভী দলের সদস্য আনজুমান আরা ফেন্সী এর বীমা দাবী, ঋণ মওকুফ এবং একই সাথে সঞ্চয়ের টাকা ফেরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, গত ১০ মার্চ ফেন্সী বেগম এর স্বামী আঃ খালেক মসি-স্কে টিউমার জনিত রোগে মৃত্যু বরণ করায় আশা থেকে ফেন্সীর ঋণ মওকুফ, বীমা দাবী ও সঞ্চয় ফেরত দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশা’র ম্যানেজার আবু তাহের, সহঃ ম্যানেজার বিবেকান্দ রায়, ঋণ অফিসার শহীদুল ইসলাম, উলিপুর নির্বাচন কর্মকর্তা আঃ মালেক, দৈনিক খবর এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মেদুল কবির, আশা’র সুরভী দলের সদস্যবৃন্দ প্রমূখ উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার আবু তাহের সদস্যদের উদ্দেশ্যে জানান, আশা তাদের সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে। আশা’র ঋণ ও বীমা সুবিধা ছাড়াও ১১টি রোগের চিকিৎসা সেবা, দীর্ঘ মেয়াদী সঞ্চয় সুবিধা, কম খরচে আশা বিশ্ব বিদ্যালয়ে লেখা-পড়ার সুবিধা, প্রাথমিক শিক্ষা শক্তিশালী কার্যক্রম সহ নানাবিধ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে আনজুমান আরা ফেন্সী বেগমের হাতে তাঁর ঋণ মওকুফ করে বীমা ও সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …