এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে গত শনিবার এক পাষন্ড স্বামীর লাথীর আঘাতে গৃহবধু সরস্বতী রাণী(১৮) এখন হাসপাতালে। গৃহবধুর বাবা উপজেলার কুঞ্জবনের গরীব চাষী সিতেন জানান, দেড় বছর আগে মান্দা উপজেলার ঘাটনগর গ্রামের পাখির সঙ্গে নগদ ১লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পর থেকে পাখি তার মেয়ের উপর নির্যাতন শুরু করে। অভাবী বাবার কথা ভেবে স্বামীর নির্যাতনকে সহৃ করে সরস্বতী রাণী ঘর-সংসার চালিয়ে আসছিল। গত শনিবার বিকেলে পাখি স্ত্রীকে মেরে ফেলার উদ্যেশ্যে তলপেটে লাথি মারে। এ ব্যাপারে সিতেন থানায় অভিযোগ দাখিল করেছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …