এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বর্ষাইল বাজারে সন্ত্রাসীদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় হারুন নামের এক ব্যক্তিকে মারপিট করে নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে গিয়েও ক্ষান- না হয়ে তার খাবারের হোটেল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে হোটেলের সমস- মালামাল রাস-ায় ফেলে দিয়েছে। বাজারের অন্যান্য দোকানীরা এগিয়ে এসে সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের মুখে তা রক্ষা করতে পারেনি। এ ব্যাপারে হোটল মালিক হারুন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় চাঁদাবাজীর ও লুটপাটের মামলা হয় মামলা হয়েছে। পুলিশ েমামলার মোকলেছ নামের একজন আসামীকে গ্রেফতার করে। বাদীকে অব্যাহত ভাবে অন্যান্য আসামীরা মামলা তুলে নেয়ার হুমকী দিয়ে আসছে বলে বাদী জানান। সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবীতে শুক্রবার সকালে নওগাঁ-মাতাজী সড়কের বর্ষাইল বাজারের সামনে সড়কে মানব বন্ধন করেছে এলাকার কয়েক হাজার নারী পুরুষ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন- ঘন্টাকাল ব্যাপী প্রায় এক কিলো মিটার দীর্ঘ লম্বা মানব বন্ধনে এলাকার কয়েক হাজার নারী পুরুষ উপসি’ত ছিলেন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …