এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে ৩ গাঁজা সেবীর জরিমানা আদায় করেছেন ভ্রামম্যান আদালত। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ জানান, গতকাল শুক্রবার সকালে এএসআই আব্দুল খালেক সঙ্গিঁয় ফোর্সসহ বচনার ব্রীজ এলাকা থেকে গাঁজা সেবনের দায়ে হোসেনপুর গ্রামের মৃত আমিরের পুত্র আবু বক্কর সিদ্দিক(৫০),একই গ্রামের মৃত বহির উদ্দীনের পুত্র আনোয়ার হোসেন ও কোকা মন্ডলের পুত্র মালেক(৪৫) আটক করে। দুপুরে ভ্রামম্যান আদালতের ম্যাজিট্রেট সহকারী কমিশনার(ভুমি) মোঃ হেমায়েত উদ্দীন ৫শ টাকা করে জরিমানা করেন।#
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …