এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় গ্রামবাসী ইউপি সদস্য জোগেস উরাওকে আটকের পর গোপন সালিশে মুক্ত করে দিয়েছে মাতবরেরা। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল সন্ধ্যায় হাতুড় ইউপির দেয়ানপুর গ্রামের বাশপাড়া এলাকায়। এলাকাবাসী সূত্রে জানাগেছে, দেয়ানপুর বাশপাড়ার সচিন উরাও”র ১ সন-ানের মা পুল উরাও’র ঘরে ইউপি সদস্য জোগেস উরাও কে অসামাজিক কাজে লিপ্ত থাকায় গ্রামবাসী আটক আটক করে। এব্যাপারে জোগেস উরাও’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিান জানান, ঘটনাটি মিথ্যে।#
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ইউপি মেম্বার আটক অতপরঃ গোপন সালিশে মুক্তি লাভ
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …