কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট কলেজে বিজিবি ও বিএসএফ-এর সেক্টার কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বঙ্গসোনাহাট স’লবন্দর সংলগ্ন সোনাহাট কলেজের হল রুমে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আসাম রাজ্যের ধুবরী সেক্টর কমান্ডার ডিআইজি মোহন লাল। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক, লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খান মো: সালাউদ্দিন, ভারতের ৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার কেএম শুকলা, ২২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার এ লুৎরা, ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার এল.এস. গিল প্রমূখ।
এর আগে ১৭ সদস্যের ভারতীয় বিএসএফ দলকে শুভেচ্ছা এবং সেক্টার কমান্ডারকে গার্ড অব অনার দেয় ৪৫ বিজিবি’র একটি দল।
পরে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম জানান, বৈঠকে সীমান- হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে দুইদেশের সীমান-রক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া বৈঠক ৩ ঘন্টাব্যাপি স’ায়ী ছিল।
আরও পড়ুন...
কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন এনেছে দারুন সফলতা
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন। এনেছে দারুন সফলতা। ব্যাপক …