7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামের রৌমারীতে ন্যাশনালকর্মীদের চাকুরি স্থায়ী করনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারীতে ন্যাশনালকর্মীদের চাকুরি স্থায়ী করনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চাকরি স্থায়ী করনের দাবিতে ন্যাশনাল সার্ভিস এর আওতা ভুক্ত রৌমারী উপজেলার প্রায় ২ হাজার কর্মী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলা রোডে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলম মজুমদারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে যুবকযুবতীরা।
স্বারকলিপিতে উলেস্নখ করা হয়, বর্তমান সরকার ন্যাশনাল সার্ভিসের আওতায় মঙ্গাপীড়িত রৌমারী উপজেলায় ২০৭৬ জন বেকার যুবক যুবতীদের দুই বছর মেয়াদি চাকরির ব্যবস্থা করে। তাদের মেয়াদ শেষ হবে আগামি ১৪ জুলাই। তখন তারা আবার বেকার হয়ে পড়বে। এ লড়্গে ন্যাশনালকর্মীরা প্রধান মন্ত্রীর নিকট আবেদন করছে যে, চাকরি স্থায়ী করা না গেলে তাদের চাকরির মেয়াদ ১০ বছর পর্যনত্ম বাড়ানোর আবেদন জানায়।
পরে উপজেলা চত্ত্বরে ন্যাশনালকর্মীদের এক সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ, মাইনুল ইসলাম, হারম্নন অর রশীদ, মনী সাহা, রাজু আহমেদ, লাভলী বেগম, কাকলী বেগম, মিজানুর রহমান ও মোমেনা খাতুন প্রমুখ।

আরও পড়ুন...

কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন এনেছে দারুন সফলতা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন। এনেছে দারুন সফলতা। ব্যাপক …