এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর সদরের কুঞ্জবন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ভেজাল গুড় তৈরির এক বিশাল কারখানার সন্ধান পেয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার মানুষের খাওয়ার অযোগ্য ভেজাল চিটাগুড়, গুড়ে মেশানোর ক্ষতিকারক রঙ, ১০ বস্তার অধিক চিনি, বেশ কিছু ময়দার বস্তা এবং চিনির শতাধিক খালি বস্তা জব্দ করেছে। এ সময় ওই কারখানা মালিক শমসের আলীর পুত্র আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদলত ভেজাল গুড় ভর্তি ৫টি ঘর সিলগালা করে দেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেমায়েত উদ্দিন পুলিশের একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানের খবর পেয়ে শত শত মানুষ উপসি’ত হয়ে ভেজাল কারখানা মালিকের শাসি- দাবি করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ হেমায়েত উদ্দিন রাতে জানান, ভেজাল গুড় তৈরির ওই কারখানা সিলগালা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ কারখানার মালিক দীর্ঘদিন ধরে মানুষে খাওয়া অযোগ্য গুড়ে চিনি, ময়দা, ক্ষতিকারক রঙ এবং ফর্সা করার কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করে বাজার জাত করে আসছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …