24 Bhadro 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / হরিপুরে দুই দিনে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

হরিপুরে দুই দিনে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মলানী ও ডাবরী সীঁমানে- গত দুই দিনে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
বিজিবি ও থানার এজাহার সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মলানী সীঁমানে-র ৩৭১ মেইন পিলারের ৬ এস পিলার এলাকায় অভিনব কায়দা অবলম্বন করে মরাধার গ্রামের ওয়াদুদ (৩০) ও সাহেদ আলী (৩৫) নামে দুই ব্যক্তি কৃষক সেঁজে ধান ক্ষেতে বিষ প্রয়োগ মেশিনের ভিতরে ঢুকিয়ে ১০০ বোতল ফেন্সিডিল ভারত থেকে পাঁচার করে বাংলাদেশের অভ্যান-রে নিয়ে আসার সময় টহলরত বিজিবি সদস্যদের দেখে মেশিনটি ধান ক্ষেতে ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ধান ক্ষেত থেকে উক্ত মেশিনটি উদ্ধার করে তার ভিতর থেকে ভারতীয় ১শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। শুএবার মলানীর বিজিবি’র নায়েব সুবেদার উদ্ধারকৃত ফেন্সিডিল হরিপুর থানায় নিয়ে এসে ২ জন কে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন। অপরদিকে শুক্রবার দিবাগত রাত্রে মলানী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন অভিযান চালিয়ে ৩৭০ মেইন পিলারের ২ এস পিলারের সন্নিকটে বাঁশ ঝাড় থেকে পরিত্যক্ত অবস’ায় ৩০ বোতল ও ডাবরী ক্যাম্পের হাবিলদার নুরুল ইসলাম ৩৬৮ নং মেইন পিলারের ২এস এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বলে জানাগেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …