এন বি এন ডেক্সঃ নওগাঁর বদলগাছী উপজেলার চক-রমনা গ্রামের পাশের মাঠে একটি ধান ক্ষেতের মধ্য থেকে শনিবার দুপুরে এনামূল হক (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এনামূল চক-রমনা গ্রামের মৃত মকবুলের ছেলে। তিনি ওই মাঠের একটি গভীর নলকূপের ড্রেন ম্যানের কাজ করতেন। বদলগাছী থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে এলাকার লোকজন ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে এনামূলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তিনি জানান, এনামূলের লাশ উদ্ধারের সময় গলাকাটা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারনা, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে দূর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস’তি চলছে বলে জানান ওসি। এদিকে, বদলগাছী থানায় পর পর কয়েকটি খুন হওয়ায় ও গলাকাটা লাশ উদ্ধার হওয়ায় উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে বলে এলাকাবাসীদের সুত্রে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …