পিরোজপুর প্রতিনিধি : নাজিরপুরে তাউরাস পার্টির খপ্পরে একই পরিবারের ৫জন অজ্ঞান হয়ে এখন নাজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে নাজিরপুর উপজেলার জয়পুর গ্রামের অবসর প্রাপ্ত পুলিশের সদস্য মজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। গত ১৬ এপ্রিল রাতের খাবার খেয়ে পরিবারের ৫ জন সদস্যই অচেতন হয়ে পড়ে। সকালে প্রতিবেশীরা তাদের সাড়াশব্দ না পেয়ে দালানের জানালার গ্রীল ভেঙ্গে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে রান্না ঘরে থাকা খাবারের সাথে তাউরাস পার্টি অচেতন করার কোন মেডিসিন মিশিয়ে রেখেছিল কিন’ রাতে দালানের কোন ফাকফোকর দিয়ে প্রবেশ করতে না পারায় চুরির ঘটনাটি ঘটেনি।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …