21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রংপুর / হরিপুরে সরকারী রাস্তার গাছ কাটার হিঁড়িক

হরিপুরে সরকারী রাস্তার গাছ কাটার হিঁড়িক

প্রশাসন জেনেও নিরব
হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন পাঁকা রাস-ার সরকারী গাছ কাটার হিঁড়িক পড়েছে। প্রশাসন জেনেও নির্বিকার।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার এক শ্রেণীর অসাধু প্রকৃতির লোক সরকারের নাকের ডোগায় বসে হাজার হাজার টাকার মূল্যমানের সরকারী গাছ কেটে সাবাড় করে ফেলছে। গত কয়েকদিন আগে হরিপুর-কামারপুকুর সড়কের গাছ কাটার সময় স’ানীয় জনতার হাতে স’ানীয় এক ব্যক্তি ধরা পড়েন। অপরদিকে রবিবার সকাল ১০ টার সময় প্রশাসনকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে বীরদাপটে চৌরঙ্গী-কাঠালডাঙ্গী সড়কের চৌরঙ্গী বাজার সংলগ্ন ১০ হাজার টাকার মূল্যে একটি কাঁঠাল গাছ কাটা হয়। তাতে ইউপি সদস্য জহিরুলের নেতৃত্বে বাধা দেওয়া হলেও অজ্ঞাত কারণে কিছুক্ষণ পর আবার তারা কাছটি কেটে নিয়ে যায়। বিষয়টি চেয়ারম্যানসহ প্রশাসনকে জানানো হলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস’া নেওয়া হয়নি। এতে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এভাবে যেন আর সরকারী গাছ কেটে পরিবেশ ভারসম্য নষ্ট না হয় এ জন্য এলাকাবাসী জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করেন।

আরও পড়ুন...

কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন এনেছে দারুন সফলতা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন। এনেছে দারুন সফলতা। ব্যাপক …