21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিডরে স্বজনহারারা হন্যে হয়ে ছুটছে মোরেলগঞ্জ-শরনখোলার প্রত্যন- অঞ্চলে

সিডরে স্বজনহারারা হন্যে হয়ে ছুটছে মোরেলগঞ্জ-শরনখোলার প্রত্যন- অঞ্চলে

মোরেলগঞ্জ(বাগেরহাট)থেকেঃ সিডরে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে স্বজনরা দলবেঁধে ছুটছেন বাগেরহাটের মোরেলগঞ্জ-শনখোলা উপজেলার প্রত্যন- অঞ্চলে। গত তিন সপ্তাহের ব্যবধানে পাথরঘাটা ও জিয়ানগর উপজেলার সাত ব্যক্তিকে সিডরের পাঁচ বছর পর বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদর ও শরণখোলা উপজেলার সাউথখালী এলাকা থেকে তাদের স্বজনরা মানসিক ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পায়। স্বজনহারাদের মাঝে এ খবর ছড়িয়ে পরলে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় উপকূল এলাকার অসংখ্য মানুষ ছুটতে শুরুকরে দিয়েছে। সিডরে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস’ এলাকা বাগেরহাটের মোরেলগঞ্জ-শরনখোলার প্রত্যন- অঞ্চলে কেউ হেঁটে, কেউ মটরসাইকেলে আবার কেউ বা ভ্যানে করে নিখোঁজ স্বজনদের ছবি বুকে ধরে হন্যে হয়ে খুঁজছে।
২০০৭ সালের ১৫নভেম্বর প্রলয়ংকরী সিডরের পর থেকে উপকূলীয় এলাকার পাঁচ শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। এর মধ্যে অনেকের ঠাঁই হয়েছে ভারতের পশ্চিবঙ্গের বিভিন্ন জেলে। সিডরের প্রবল ঝড় ও পানির তোড়ে তাদের ভাসিয়ে নিয়ে যায় ভারতের কাকদ্বীপসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। অনেকে ভারতের জেলে রয়েছে আবার অধিকাংশের কোন হদিস নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাদের আশা স্বজনরা একদম ছেড়েই দিয়েছেন। পাঁচ বছর পর গত তিন সপ্তাহের ব্যবধানে শরণখোলা উপজেলার সাউথখালী থেকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইউসুব খানের ছেলে ইব্রাহিম, একই এলাকার সোহরাব কাজীর ছেলে জেলে সোহাগ কাজী, একই উপজেরার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের এমাদুল, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার জাহাঙ্গীর নামের এ পাঁচ জেলেকে তাদের স্বজনরা মানুষিক ভারসাম্যহীন অবস’ায় খুঁজে পায়। গত ১এপ্রিল সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে খুঁজে পাওয়া যায় পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে বাদল ব্যাপারীকে। সর্বশেষ ২এপ্রিল মোরেলগঞ্জ পৌর সদরের ছোলমবাড়িয়া বাসস্টান্ড মানসিক ভারসাম্যহীন অবস’ায় খুঁজে পায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চলাঠি গ্রামের নকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে নির্মলকে। ওইদিন রাতেই নির্মলের ছোট ভাই পরিতোষ তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে স্বজনহারাদের মাঝে এষবর ছড়িয়ে পরলে মোরেলগঞ্জ-শরনখোলায় উপজেলার প্রত্যন- অঞ্চলে সিডরে নিখোজ ব্যক্তিদের সন্ধানের উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী, জ্ঞানপাড়া, পাঙ্গাসিয়া, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার খেপুপাড়া, কলাউপাড়া, ধনজুপাড়া, আমতলী, মঠবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের অসংখ্য স্বজনহারা দলবেঁধে প্রত্যন- অঞ্চলে আসতে শুরু করেছে। গত মঙ্গলবার নিখোঁজ স্বজনদের ফিরে পেতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাওলা গ্রামের ইফরান তালুকদারের পুত্র জহির তালুকদার ও কলাউপাড়া গ্রামের আব্বাস হাওলাদারের ভাই জহির ও আব্বাসের সঙ্গে কথা বললে জানাযায়, যেখানেই হারানো স্বজনের খবর পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে নিখোঁজদের সন্ধানে আরও এসেছেন কলাপাড়ার উপজেলার কলাউপাড়া গ্রামের আবু জাফর, ধনজুপাড়া গ্রামের আনসার আলী, হাওরা গ্রামের কামাল মীর, দুলাল মিয়া ও আনসার তালুকদার। বরগুনা জেলার আমতলী উপজেলার ঘোপখালী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের সত্তোরোর্ধ্ব বৃদ্ধ মকবুল হোসেনে জানান, তিনি সিডরে দু’পুত্রকে হারিয়েছেন। তিনি আরো বলেন, তার মতো এলাকার আরও নিখোঁজ ১২জনকে খুঁজতে প্রায় ২৫জন স্বজনহারা ব্যক্তিরা বর্তমানে মোরেলগঞ্জ-শরনখোলা উপজেলার বিভিন্ন স’ানে নিখোঁজ স্বজনদের খুঁজছেন। এরা হচ্ছেন, গফুর হাওলাদার, রশিদ ফকির, মতি মৃধা, মোক্তার মেম্বর, আলতাব মিয়া, হাবি হাওলাদার, আকুব আলী, মোতালেব ফকির ও আফেজ মাঝি। তিনি আরও জানান, তারা খবর পেয়েছেন, তাদের স্বজনরা ভারতের কারাগারে ছিলেন। তাদের সম্প্রতি চেতনা নাশক কিংবা নেশাযুক্ত কোন ইনজেকশন শরীরে ঢুকিয়ে দিয়ে মানসিক ভারসাম্যহীন অবস’ায় বাংলাদেশের সীমানায় মধ্যে পুশব্যাক করে দেয়া হয়েছে। পাথরঘাটার জ্ঞানপাড়ার জামাল মিয়া জানান, তিনি নিখোঁজ ভাই খলিলের ছবি বুকে ধরে গত চার দিন ধরে খুঁজছেন। কিন’ সন্ধান মিলছে না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …