এন বি এন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ আত্রাই নদীর উপর একটি ব্রিজ না থাকায় উপজেলার চান্দাস ইউনিয়নসহ জেলার নিয়ামতপুর উপজেলার হাজার হাজার মানুষ বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। এ স্থানের দুই প্রানে- পাকা সংযোগ সড়ক থাকলেও এ নদীর উপর একটি ব্রিজ না থাকায় বর্ষাকালে নৌকা এবং খরা মৌসুমে বাঁশের তৈরি চাটাইয়ের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারপার হতে গিয়ে চরমভাবে বিরম্বনায় পড়ছে। উপজেলা সদর থেকে প্রায় ৪ কিঃ মিঃ দক্ষিণে শিবগঞ্জ বাজার। এ বাজার সংলগ্ন নদীর পশ্চীম পার উপজেলার চান্দাস ইউনিয়নসহ জেলার বরেন্দ্র অঞ্চলখ্যাত নিয়ামতপুর উপজেলা।
ওই উপজেলা এবং চান্দাস ইউনিয়নের লোকজনের নওগাঁর সাথে সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে শিবগঞ্জ আত্রাই নদীর ওইস’ানে ব্রিজ না থাকা। শিবগঞ্জ বাজারের উপর দিয়ে নওগাঁ জেলা শহরের সাথে পাকা সংযোগ সড়ক থাকলেও সড়কের মাঝপথে আত্রাই নদীর উপর একটি ব্রিজ না থাকায় বিশেষ করে কৃষিপণ্য পরিবহনসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের বাধার সৃষ্টি করছে। সরাসরি এ সড়ক যোগাযোগ ব্যবস’া স’াপন করা হলে এলাকার কৃষকরা তাদের কৃষিপন্যের নায্যমূল্য পাওয়াসহ বাব্যসা-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব বলে এলাকাবাসী মনে করেছে। এলাকাবাসী অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রতিটি সরকারের স্থানীয় প্রতিনিধিদের কাছে দাবে জানিয়ে আসলেও গত ৪০ বছরেও তাদের এ দাবি পুরুণ হয়নি। এলাকাবাসী বর্তমান মহাজোট সরকারের কাছে ওইস্থানে একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …