20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় এলজিইডির এলসিএস প্রকল্পের টাকা আত্নসাত, শ্রমিকদের মানবেতর জীবনযাপন

নওগাঁয় এলজিইডির এলসিএস প্রকল্পের টাকা আত্নসাত, শ্রমিকদের মানবেতর জীবনযাপন

এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অধিদপ্তরের এলসিএস প্রকল্পের প্রায় ৪ লাখ টাকা আত্নসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ৬৬ জন শ্রমিকের বেতনের টাকা উত্তোলন করে আত্নসাৎ করায় শ্রমিক পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে। জানা গেছে, গত ২০১০-১১ অর্থ বছরে উপজেলায় এলসিএস প্রকল্পে ৬২ জন মহিলা শ্রমিক ও চার জন সুপারভাইজারকে ২০১০ সালে ১২ আগষ্ট উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সিও আবুল কাশেম ১০ মাসের জন্য নিয়োগ দেন। এর মধ্যে সিও আবুল কাশেম শ্রমিকদের আট মাসের বেতন প্রদান করেন। বাঁকি বেতন প্রদানের পূর্বেই আবুল কাশেমের অন্যত্র বদলি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে তৎকালীন উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ ও হিসাব রড়্গক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শ্রমিকদের বাঁকি টাকা উত্তোলন করে আত্নসাত করেছেন বলে অভিযোগ তুলেছেন নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা। পরবর্তীতে একই প্রকল্পের জন্য ২০১১ সালের ১৪ জুলাই তারিখে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ১০ মাসের জন্য নিয়োগ দেওয়ার কথা থাকলেও অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে আট মাসের। এসব বিষয়ের প্রেড়্গিতে প্রধান মন্ত্রীর দপ্তরসহ সংশিস্নষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেছেন নিয়োগ প্রাপ্ত ওই শ্রমিকরা। প্রকল্পের নিয়োগ প্রাপ্ত সুপারভাইজার হাকিম সরদারসহ সকল শ্রমিকরা তাদের অভিযোগে বলেন, তারা বেতন চাইতে গেলে সিও আবুল কাশেম তাদের নানা রকম ভয়ভীতি দেখান। বেশি বাড়াবাড়ি করলে তাদের চাকরি থাকবেনা বলে হুমকি দেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয় নি। তা ছাড়াও নিয়োগে অনিয়মের অভিযোগ তুললে সংশিস্নষ্ট অফিসের কর্মকর্তা রিয়াজুল জানান, প্রধান প্রকৌশলীর হুকুমেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে শ্রমিকরা আরও বলেন, গড় হাজিরা দেখিয়ে শ্রমিকদের টাকা আত্নসাৎ ছাড়াও শ্রমিকদের জন্য সরকারী বরাদ্দকৃত পোষাক, কোদাল, ডালি ও কলস দেওয়ার টাকা উত্তোলন করে সংশিস্নষ্ট কর্মকর্তারা আত্নসাৎ করেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রড়্গক মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিও আবুল কাসেমের বিরম্নদ্ধে অভিযোগ আসায় তাকে বদলী করা হয়েছে। তৎকালীন উপজেলা প্রকৌশলী রিয়াজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ পাওয়ার কথা তিনি স্বীকার করেন। শ্রমিকদের সমস্যার সমাধান না করেনই বিভিন্ন কর্মকর্তাদের কেন বদলী করা হলো সে বিষয়ে তিনি কোন মনত্মব্য করতে রাজি হননি।
এসব বিষয়ে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …