এন বি এন ডেক্সঃ হারবাল চিকিৎসর নামে অশ্লীল ভাষায় পোষ্টার ও লিফলেট ছেয়ে গেছে নওগাঁ জেলার প্রত্যন- অঞ্চল। রিকশা, সিএনজি, অটোরিক্সা, বাসসহ সব ধরনের যানবাহনে পুরুষ, মহিলাসহ যাত্রীদের গায়ে অশ্লীল লিফলেট ছুড়ে মারার ফলে এসব প্রচার প্রচারনায় জনসাধারণ বিব্রত অবস্থার শিকার হচ্ছে প্রতিনিয়ত। চটকদার পোষ্টার, লিফলেট ও স্টিকারে যৌন সুড়সুড় ভাষা ব্যবহার করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীসহ যুবকসহ প্রলুব্ধ করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। হারবাল চিকিৎসার আড়ালে মূলত উত্তেজক মাদকের ব্যবসা চালানো হচ্ছে বলে ভুক্তভোগী অনেকেই অভিযোগ করছে। আবার হারবালের চিকিৎসার ওষুধ মানসম্পন্ন না হওয়ায় প্রলব্ধকৃত রোগীদের পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় অনেকে জটিল রোগে আক্রান- হচ্ছে। জেলার অলিগলি এমনকি প্রতিটি হাটবাজারসহ সর্বত্র হারবাল চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে। এসব চিকিৎসা কেন্দ্র অশ্লীল ভাষায় সাইনবোর্ড, লিফলেট, পোষ্টারে ছেয়ে গেছে। প্রচারপত্রে মাত্র ২৪ ঘন্টায়, ৩ ঘন্টায় উপকার, ১৪ দিনে স্থায়ী চিকিৎসা ইত্যাদি লেখা ছাড়াও আপত্তিকর ছবি থাকে, যৌন রোগের স্থায়ী চিকিৎসা এখন নওগাঁয় কেউ লেখে মাদ্রাজের, কেউ লেখে আমেরিকা, কেই লেখে কোন প্রসিদ্ধ দেশ ও স্থানের চমকপ্রদ নাম। গ্যারান্টি সহকারে স্থায়ী চিকিৎসা ৩ ঘন্টায় অনুভতি, ৪৮ ঘন্টায় ইত্যাদি লেখার ফাঁকে নানা ধরনের অশ্লীল বাক্য ছোট বড় নারী, পুরুষ ও পরিবারের সবাইকেই বিব্রতকর অবস্থায় ফেলেছে। জেলার বাজারের এক ব্যবসায়ী জানান, এসব হারবাল সেন্টারে চিকিৎসা নিয়ে একজন রোগীও ভালো হয়েছে কিনা তার জানা নাই। প্রাপ্তবয়স্করাও অনেক সময় অশ্লীল পোষ্টার দেখে চরম বেকায়দায় পড়েন। বিভিন্ন ডিশ চ্যানেলেও এসব চটকাদরি বিজ্ঞাপন দিয়ে রোগীদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন হারবাল সেন্টার কর্তৃপক্ষ। হারবাল ঔষধালয়গুলোতে অশ্লীল পোষ্টার দেখে অনেক কমলমতি শিক্ষার্থীও নানা মন-ব্য করেছেন। এতে করে একদিকে সামাজিক অবক্ষয় ঘটছে, অপর দিকে বিপথগামী হচ্ছে শিক্ষার্থীরা। অভিভাবক ও এলাকাবাসী এ ধরনের প্রতারণামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া মুদির দোকন, কসমেটিক দোকান ও বিউটি পার্লারেও আকর্ষনীয় নারীর ছবি দিয়ে হারবাল নামীয় কথিত ঔষধ বিক্রয় হচ্ছে। উল্লেখ্য এ সব হারবাল প্রতিষ্ঠানে সিভিল সার্জন অফিস কর্তৃক মনিটরিং করার নিয়ম থাকলেও কার্যত তা করা হয় না। ফলে এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ী দাপটের সঙ্গে হারবাল ব্যবসা করে যাচ্ছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …