22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতুর পশ্চিম চেকপোষ্টে এক হাজারটি বার্ডফ্লু আক্রান- মুরগী আটক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতুর পশ্চিম চেকপোষ্টে এক হাজারটি বার্ডফ্লু আক্রান- মুরগী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুসেতুর পশ্চিম গোলচত্বরের তল্লাশী চৌকিতে এক হাজার টি বার্ডফ্লুতে আক্রান- মুরগী আটক করা হয়েছে। এ নিয়ে তিন দফায় মোট ২ হাজার চারশত বার্ডফ্লু আক্রান- মুরগী আটক করার পর ধ্বংস করা হলো। সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম জানান, পাবনা জেলার হেমায়েতপুর এলাকার শহিদুল নামক এক ব্যাক্তির নিকট থেকে ব্যবসায়ীরা এক হাজার মুরগী কিনে ঢাকার উদ্দ্যেশ্যে ট্রাক যোগে পাঠানো হচ্ছিল। গত রোববার সন্ধ্যায় এগুলো বঙ্গবন্ধুসেতুর পশ্চিমগোলচত্বরের প্রাণিসম্পদ অধিদপ্তরের বসানো তল্লাশী চৌকিতে পৌছানোর পর এই মরুগীর মধ্যে থেকে কয়েকটি মুরগী নিয়ে সিরাজগঞ্জ জেলার আঞ্চলিক প্রাণিরোগ গবেষনাগারে পরীক্ষার পর এতে বার্ডফ্লু রোগের লক্ষন পজিটিভ ধরা পরে। বিষয়টি প্রানি সম্পদ অধিদপ্তরকে জানানোর পর তারা এগুলো ধ্বংস করার নির্দেশ দেয়। রাত নটার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপসি’তিতে এগুলো ধ্বংস করা হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …