15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / শিশুদের গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সকলের । -সাবেক আইজিপি ডঃ এনামুল হক ।

শিশুদের গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সকলের । -সাবেক আইজিপি ডঃ এনামুল হক ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ডঃ এম এনামুল হক বলেছেন‘ শিশুরা যেন ভবিষ্যতে আমাদের চেয়ে ভাল কিছু করতে পারে , তাদেক সে ভাবেই গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সকলের । আর এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের যথেষ্ট দায়িত্ব রয়েছে । প্রতিজন অবিভাবক অন্যের সন-ানদেরকে যদি নিজ সন-ানের মত মনে করে তাহলেই প্রতিটি শিশু একটা সুন্দর পরিবেশে বেচে থাকার সুযোগ পাবে সে সঙ্গে অপরাধী শিশুদের আসামী না বলে তাদেরকে আইন ব্যত্যায়কারী হিসেবে উল্লেখ করা উচিত। গত রোববার পীরগঞ্জে ‘শিশু অধিকার সুরক্ষায় করনীয়’ শীর্ষক এক সেমিনারে মুল প্রবন্ধকার হিসাবে বক্তব্যে এনামুল হক এসব কথা বলেন ।
বাংলাদেশ অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতির আয়োজনে পীরগঞ্জ ওয়াল্ড ভিশন ও থানা পুলিশ প্রশাসনের সহযোগীতায় পীরগঞ্জ থানা চত্তরে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ (ডিএসবি) এর অতিরিক্ত পুলিশ সুপার এস,এম রশিদুল হক । সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পুলিশের সাবেক আই,জি,পি ও বাংলাদেশ ল কমিশনের সাবেক সদস্য ডঃ এম এনামুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন আর পি ও ডব্লিউ এবি এর ভারপ্রাপ্ত মহাসচিব শামসূল আলম । সেমিনারে প্রধান ও বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনসেফা পারভীন ও সাবেক এসপি আলম মোল্লা পিপিএম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জেব সহকারী কমিশনার (ভুমি) নুরুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, চেয়ারম্যান মুসা আলী মন্ডল, সাংবাদিক বখতিয়ার রহমান, সরওয়ার জাহান ও উপজেলা ওয়াল্ড ভিশন এর ম্যানেজার ফ্রান্সিস ফিনাদ প্রমুখ । প্রায় ২ ঘন্টা স্থায়ী এ সেমিনারে শিশু অধিকার ও আইন বিষয়ক আলোচনা হয় । সেমিনারে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …