কুড়িগ্রাম প্রতিনিধি:
মুজিব-ইন্দিরা চুক্তি বাস-বায়ন সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশের অভ্যন-রে ভারতীয় ১১১টি ছিটমহলের বাসীন্দারা আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ঘোষণা দিয়েছে। শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেয় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনীময় সমন্বয়ক কমিটি। কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস-ফা এ কর্মসুচী ঘোষণা করার সময় বলেন, “খাঁচায় বন্দি জীবন থেকে মুক্তি চাই, হয় মুক্তি না হয় মৃত্যু”- এই শ্লোগান নিয়ে আজ রোববার থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার অভ্যন-রে ভারতীয় ছিটমহল পুটিমারী সংলগ্ন বিশ্ব রোডের পাশে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করা হয়। তাদের দাবী ৩টি’র মধ্যে রয়েছে- (১) ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল বিনীময় বাস-বায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। (২) ছিটমহল বিনীময় চুক্তি বাস-বায়ন নিয়ে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের দ্বিমতের কারণ স্পষ্ট করে জানাতে হবে। (৩) যদি রাজ্য সরকার অতিরিক্ত জমি বাংলাদেশকে দিতে না চায় তবে চলতি অর্থ বছরে রাজ্য বাজেটে বাংলাদেশের মধ্যে অবসি’ত ভারতীয় ছিটমহলগুলোতে খাদ্য, বস্ত্র, বাসন’ান, স্বাস’্য, শিক্ষা, নাগরিকত্ব এবং পূর্ণাঙ্গ আইন-শৃঙ্খলা স’াপন করতে হবে। ছিটমহলবাসীদের সকল দায় পশ্চিম বঙ্গ রাজ্য সরকারকে বহন করতে হবে। ছিটমহলের মুসলিম বাসিন্দাদের হজ্বে যাওয়া এবং হিন্দু সমপ্রদয়ের ধর্মীয় কাজ সম্পাদন বিষয়ে আইনানুগ ব্যবস’া নিতে হবে। ভারতের পশ্চিম বঙ্গে কোচবিহার জেলার অভ্যন-রে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলার ৩৩টি সহ মোট ৫১টি ছিটমহল রয়েছে।
অপরদিকে, বাংলাদেশের ভূ-খন্ডে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে। যার আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর। এর মধ্যে লালমনিরহাটে রয়েছে ৫৯ টি, পঞ্চগড়ের ৩৬টি, কুড়িগ্রামের রয়েছে ১২টি এবং নিলফামারীর ৪টি। উল্লেখ্য, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ইন্দিরা গাদ্ধির মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে এসব ছিটমহল বিনীময় বিষয়টি অন-র্ভূক্ত ছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …