20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে গুডনাইট মোশার কয়েলে উৎপাদনের তারিখ না থাকায় ভোক্তারা আতংকে

নওগাঁর ধামইরহাটে গুডনাইট মোশার কয়েলে উৎপাদনের তারিখ না থাকায় ভোক্তারা আতংকে

নওগাঁ থেকে মোঃ তৌহিদুর রহমানঃ নওগাঁয় মশা মারার কয়েল গুডনাইট ব্রান্ডের মশার কয়েল নিয়ে ভোক্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কয়েলের প্যাকেটের উপরে উৎপাদনের তারিখ না থাকায় ক্রেতারা ক্রেতাদের মধ্যে এই উদ্বিগ্নতা দেখা দিয়েছে। প্যাকেটের ভিতরে সিল প্যাডের কালীতে ১০/১২ ডিজিটের উৎপাদনের তারিখের মত থাকলেও কেনার আগে তা জানতে না পাড়ায় কয়েলের মেয়াদ নিয়ে ক্রেতারা বিপাকে পড়ছেন। শুধু তাই নয় আগে যেখানে একটি কয়েল জ্বালিয়ে কাজ হতো সেখানে এখন ৪টি কয়েল জালিয়ে কোন কাজ হচ্ছে না বলে ভোক্তারা অভিযোগ করেছেন। ভোক্তাদের ধারণা বর্তমান বাজারে নকল গুডনাইট মশার কয়েল বিক্রি হচ্ছে। প্যাকেটের গায়ে খুচরা মুল্য ৩০ টাকা থাকলেও ২৪ থেকে ২২ টাকা মুল্যে দোকানীরা বিক্রি করছে। বাজারে যেখানে প্রায় সকল পন্যই প্যাকেটে উল্লেখিত দামের চাইতে বেশী দামে বিক্রি হয় সেখানে এই গুডনাইট মশার কয়েলের ক্ষেত্রে কম দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মনে এই ধারণা জন্মেছে। এ ব্যাপারে গুডনাইট মশার কয়েলের নওগাঁ জেলা ডিলারের অজিৎ এর সাথে তার ০১৭১৮-৯৭১৮৪৯ নং মোবাইলে কথা বললে তিনি জানান,বাংলাদেশ ছাড়াও বাজারে নিয়ন্ত্রনে রাখতে মাঝে মধ্যে বাইরে থেকেও পণ্য আনতে হয় এবং এর বেশি বিষয়টির ব্যাপারে তিনি কিছু জানেন না । তবে তিনি বিষয়টি নিয়ে এস,আর এর সাথে যোগাযোগ করতে বলেন। এস, আর, গোলাম মওলার সাথে তার ০১৭৬১-৭৩২৯৮৮ নং মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের সংশিস্নষ্ট কর্তৃপড়্গের অনুমোদন আছে আপনার নিউজ করে আমাদের কোন কিছু করতে পারলে করেন। অপর দিকে অক্টা গার্ড (এ পস্নাস) নামক একটি কয়েল এর প্যাকেটেরও ওই একই অবস’ায়। তবে মরটিন, হাই বুস্টার, এসিআই কোম্পানীর বস্নাক ফাইটার নামক মশার কয়েলের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোর্ত্তীর্ণের দিন তারিখ উলেস্নখ করা আছে। এ ব্যাপারে ধামইরহাট উপজেলা সদরস’ জণৈক দোকান্দার জানান, তিনি এসবের ব্যাপারে অতটা অভিজ্ঞ নন, বিধায় কোম্পানীর লোক যা দেয়, তাই কিনে বিক্রি করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …