এনবিএন ডেক্সঃ ১২ মার্চ চলো চলো ঢাকা চলো কর্মসূচীর কারণে নওগাঁ থেকে থেকে দুর পাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা চরম দুভোগে পড়েছে। সকালে যাত্রীরা বাস কাউন্টারে এসে জানতে পারে দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। আগে থেকে যারা টিকিট কেটে রেখেছিল কাউন্টার থেকে তাদের ভাড়ার টাকা ফেরৎ দেয়া হচ্ছে। নওগাঁ জেলা বাস মালিক সমিতি’র পক্ষ থেকে বলা হয়েছে শনিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল না করার জন্য বলা হলে এ সিদ্ধান নেয়া হয়। সকালে নওগাঁর ঢাকা বাস ষ্টান্ডে গিয়ে দেখা যায় শত শত যাত্রী অপেক্ষা করছে ঢাকা সহ বিভিন্ন স’ানে যাবার জন্য। হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের ম্যানেজার রিমন জানান, বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে । অপেক্ষায় থাকা একাধিক যাত্রী জানান, কোন পূর্ব ঘোষণা ছাড়াই যানবাহন চলাচল বন্ধ করায় তাদের অযথা হয়রানীর শিকার হতে হচ্ছে। সৌখিন পরিবহণের আশরাফুল ইসলাম জানান, হঠাৎ এমন সিদ্ধানে-র ফলে অনেক শ্রমিককে কষ্ট পোহাতে হবে। তবে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বাস বন্ধ করার কথা অস্বীকার করা হয়েছে। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …