এনবিএন ডেক্সঃ গত রবিবার সকালে আন-র্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এ্যান্ড ডেভল্যাপমেন্ট, নওগাঁ মানবাধিকার উন্নয়ন সমিতি এবং নওগাঁর বরেন্দ্র রেডিও এফএম ৯৯.২ এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। ‘প্রানি-ক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে নওগাঁ শহারের উকিল পাড়ায় বরেন্দ্র রেডিও’র কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। রেডিও’র সিইও মোঃ মাহবুল হক এতে নেতৃত্ব দেন। র্যালীতে রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকার, নওগাঁ মানবাধিকার উন্নয়ন সমিতির সমন্বয়কারী এহসানুল হক, বাপ্পী, আসমা, হামিদা ও নওগাঁ মহিলা কলেজের ছাত্রীরা উপসি’ত ছিলেন। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …