20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় দু’দিনে গ্রেফতার ১৭, ঢাকা চলো বানচাল করতে প্রশাসন তৎপর

নওগাঁয় দু’দিনে গ্রেফতার ১৭, ঢাকা চলো বানচাল করতে প্রশাসন তৎপর

এনবিএন ডেক্সঃ ১২ মার্চ চলো চলো ঢাকা চলো কর্মসূচী বানচাল করতে বিএনপি’ নেতা কর্মীদের পুলিশী হয়রানীর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি শামসুজ্জোহা খান, কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম রানা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপসি’ত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন যে, সরকাররের নির্দেশে স’ানীয় প্রশাসন ঢাকা চলো কর্মসূচী প্রতিহত করার সব ধরনের কৌশল অবলম্বন করেছে। ইতিমধ্যেই গত দু’দিনে জেলার ১৭ জন বিএনপি’ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সকল নেতাকর্মীদের বাড়িতে পুলিশ হামলা চালাচ্ছে। এর ফলে কোন নেতা কর্মী পুলিশ আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না। নেতাকর্মীদের মধ্যে পুলিশ ও গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এছাড়া নওগাঁ জেলা বাস মালিক সমিতি ঢাকা যাওয়ার জন্য ভাড়া করা সকল বাসের রিজার্ভ বাতিল করে দিয়েছে। স’ানীয় প্রশাসনিক চাপে এসব বাতিল করতে বাধ্য হয়েছে বলে মালিকরা বিএনপি নেতাদের জানিয়েছেন। এমন কি যেসব বাস মালিককে অগ্রিম ভাড়া দেয়া হয়েছিল তারা সে অগ্রিম ফেরত দিয়েছেন। তারা বলেন, এতকিছুর পরেও যে কোন ভাবে তারা ঢাকায় যাবার চেষ্টা চালাবেন। এতে প্রশাসনিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নওগাঁ অচল করে দেয়া হবে। এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও তারা জানান। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …