20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জমি নিয়ে বিরোধ পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-৪

জমি নিয়ে বিরোধ পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-৪

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান- বিরোধের জের ধরে প্রতিপক্ষের আকস্মিক হামলায় ৪ ব্যাক্তি গুরতর আহত সহ প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, বর্নিত গ্রামের নুরুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কাশেমের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার আবুল কাশেম তার পুত্র পুত্র গন সহ ৮/১০ জনের একদল লোক লাঠি-সোঠায় সজ্জিত হয়ে প্রতিপক্ষ নুরুল ইসলামের বাড়িতে অতর্কীত হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় বাধা প্রদান করলে কাশেম ও নুরুল ইসলাম সহ তার পরিবারের লোকজনকে এলোপাথাড়ী মরপিট শুরু করে। প্রতিপক্ষের মারপিটে নুরুলের বৃদ্ধ পিতা মানজন আলী (৭০) মাতা তমিজন (৬৫),স্ত্রী বানেছা বেগম গুরুতর আহত হয়।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । নুরুল ইউলাম পীরগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,পুত্র সন-ান না থাকায় তাকে উচ্ছেদ করে বাড়ি ও জায়গা জমি দখলকরার জন্য আবুল কাশেম ও তার লোকজন নানা ভাবে হুমকী ধামকী দিচ্ছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …