8 Srabon 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / আনসার ভিডিপিরাই দেশকে সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারে।——বিভাগীয় রেঞ্জ কমান্ডার

আনসার ভিডিপিরাই দেশকে সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারে।——বিভাগীয় রেঞ্জ কমান্ডার

এনবিএন ডেক্সঃ রাজশাহী বিভাগের বিভাগের রেঞ্জ কমান্ডার,মোঃ নূর নবী চৌধূরী বলেছেন, বাংলাদেশে প্রতিটি গ্রামে গ্রামে আনসার ভিডিপির ৬৪ জন সদস্য আছে। আনসার ভিডিপিরাই সমাজ থেকে ঘূষ দূনীতি, মাদক, সন্ত্রাসমুক্ত, সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে যুব সমাজকে রক্ষা করে, দেশকে সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারে। তিনি শনিবার দুপুরে নওগাঁ আনসার ভিডিপি মিলনায়তনে আনসার ও ভিডিপি জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ওয়াই,এম বেলালুর রহমান, জেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কমান্ডার আশরাফুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আমজাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপির কোম্পানী কমান্ডার রুহুল আমীন, দলনেতা আবুল কাশেম ও দলনেত্রী হোসনে আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি কয়েক জন দলনেতা ও নেত্রীকে সরকারের গুরুত্বপূর্ন কাজে বিশেষ অবদান রাখায় বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতা দিয়ে পুরস্কৃত করেন।#

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …