সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সলঙ্গা থানার জগন্নাথপুর গ্রামে আম্বিয়া (২০) নামের এক গ্রহ বধু গালায় ফাঁস লাগিয়ে আত্নহত্্যা করেছে। রবিবার গভির রাতে এ ঘটনা ঘটে। আম্বিয়ার পিতা শুকুর আলীর অভিযোগ তার মেয়েকে কৌশলে হত্যা করা হয়েছে। জানা গেছে এক বছর আগে থানার নৈপাড়া গ্রামের শুকুর আলীর মেয়ে আম্বিয়ার সাথে একই থানার জগন্নাথপুর গ্রামের উজির আলী ফকির এর পুত্র ছাইদুর রহমানের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে রবিবার গভির রাতে সবার অজানে- স্বামীর বাড়ীর নিজ ঘরের ধর্নার সাথে রশি লাগিয়ে আম্বিয়া গলায় ফাঁস নেয়। সলঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। এব্যাপারে সলঙ্গা থানায় অপমৃত্যের মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক মফিজুল ইসলাম প্রতিবেদককে জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …