15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পুলিশের প্রতি ৭২ ঘন্টার আল্টিমেটাম নওগাঁয় মেধাবী কলেজ ছাত্র রাব্বি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

পুলিশের প্রতি ৭২ ঘন্টার আল্টিমেটাম নওগাঁয় মেধাবী কলেজ ছাত্র রাব্বি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মেধাবী কলেজ ছাত্র রাব্বি হাসান মোল্লা হত্যা মামলার আসামী গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকার মানুষ। আগামী ৭২ ঘন্টার মধ্যে এজাহার ভুক্ত আসামী গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন- এক ঘন্টাব্যাপি শহরের তুলশীগঙ্গা ব্রীজ এলাকায় প্রধান সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে শহরের চকরামপুর এলাকার বিভিন্ন বয়সের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ প্লাকার্ড প্রদর্শন করে ও শ্লোগান দিয়ে মেধাবী কলেজ ছাত্র রাব্বির হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এসময় নিহত রাব্বি হাসান মোল্লার সহপাঠি সান-াহার কলেজের ছাত্র এবং এলাকার বন্ধুরা ও সর্বস-রের মানুষ নওগাঁ-বগুড়া প্রধান সড়কের তুলসিগঙ্গা এলাকায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। এসময় তুলসিগঙ্গা ব্রীজের উভয় পার্শে তিন কিলোমিটার সড়কে যানজটের সষ্টি হয়।আন্দোলনকারীরা জানান, গত ২১ ফ্রেব্রুয়ারী সকালে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে সান-াহার কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাব্বী হাসান মোল্লা হত্যাকান্ডের পর ১৫ দিন অতিবাহিত হতে চললেও পুলিশ ওই মামলার এজাহার ভুক্ত কোন আসামীকে গ্রেফতার করেত পারেনি। এছাড়া, পলাতক আসামীদের হুমকি-ধামকিতে বাদীর পরিবার বর্তমানে কোনঠাসা হয়ে পড়েছে। এ কারণে চাঞ্চল্যেকর এই হত্যা মামলার ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মানববন্ধন কর্মসূচি থেকে পুলিশ প্রশাসনের প্রতি আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম জারী করে বিক্ষোভকারীরা বরেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে না পারলে লাগাতার হরতাল কর্মসুচিসহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে। পরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে নওগাঁ সদর মডেল থানার টহল টিম ঘটনাস’লে এসে আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে রাব্বির স্বজনরা ছাড়াও উপসি’ত ছিলেন নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, রাব্বির বাবা সাইফুল ইসলাম, স’ানীয় বিএনপি নেতা কামাল আহমেদ, স’ানীয় আ’লীগ নেতা শহীদুর রহমান প্রমূখ। উল্লেখ্য, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে গত ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে প্রতিপক্ষে সন্ত্রাসীদের উপূর্যপুরি ছুরিকাঘাতে সান-াহার ডিগ্রী কলেজের মেধাবী কলেজ ছাত্র রাব্বি হাসান মোল্লা নিহত হয়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারী নিহত রাব্বির পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন’ ১৫ দিন াতিবাহিত হলেও এ মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …