19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁর মান্দায় গনেশপুর ইউপির জ্বালানি তেলের খনির সন্ধান। খড়ধফরহম…

নওগাঁর মান্দায় গনেশপুর ইউপির জ্বালানি তেলের খনির সন্ধান। খড়ধফরহম…

এনকিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় গনেশপুর ইউপির মীরপুর গ্রামে অব্যবহৃত একটি গভীর নলকূপের পাইপে জ্বালানী তেল ওঠায় এলাকার শত শত লোক একনজর দেখার জন্য উক্ত স’ানে ভীড় জমাতে দেখা গেছে। জানা গেছে, মান্দা উপজেলার গনেশপুর ইউপির মীরপুর গ্রামের মৃত মজির উদ্দিন মন্ডলের পুত্র তমিজ উদ্দিন মন্ডলের তার নিজস্ব আবাদি জমিতে বোরো ধান চাষের সেচ কাজের গত ৭ বছর আগে উক্ত স’ানে একটি গভীর নলকূপ স’াপন করেন। গত বছর বোরো চাষের পর উক্ত গভীর নলকূপটি বন্ধ করে দেওয়া বলে উক্ত জমির মালিক সাংবাদিকদের জানান। চলতি বোরো মৌসুমে উক্ত গভীর নলকূপটি আবার নতুন ভাবে চালুর জন্য গত শনিবার দুপুরের দিকে বোরিং করা পাইপের মধ্যে থেকে বালতি দিয়ে পানি তুলতে গেলে উক্ত পাইপের মধ্যে থেকে জ্বালানি তেল উঠে আসে। স’ানীয় মৃত মজিবর এর পুত্র মকবুল হোসেন,তছির উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন,মৃত উজির শেখের পুত্র রেজাউল ইসলাম শেখ সহ এলাকাবাসি জানান, উক্ত গভীর নলকূপ থেকে উত্তোলনকৃত তেল প্রকৃত পক্ষে ডিজেল কিনা তা যাচাই করার জন্য উৎসুক জনতা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিলে তা জ্বলে ওঠে। আবার তাদের শ্যালো মেশিনে উক্ত তেল ব্যবহার করে নিশ্চিত হন যে, উক্ত উত্তোলন কৃত তেল প্রকৃত পক্ষেই ডিজেল মত জ্বালানি হিসেবে কাজ করছে। অপর দিকে গভীর নলকূপটির মালিক তমিজ উদ্দিন জানান,্‌এখন পর্যন- তিনি উক্ত নলকূপ হতে প্রায় ৩৫ লিটার তেল উত্তোলন করেছেন। এ ব্যপারে উক্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি জানার পর উক্ত স’ানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নওগাঁ জেলা এডিসি জেনারেল তাহমিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন তিনি ঘটনা স’লে এখন পযনর্- যাননি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস- করেন। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …