পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার গভীর রাতে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। ধাওয়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ ছিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারী, ওসি মো. মতিউর রহমান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পিরোজপুর জেলা শাখার সভাপতি চাঁন মিয়া মাঝী, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক, ইউপি চেয়ারম্যান মশিউর রহমানা মৃধা, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক উজ্জল তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার উপসি’ত ছিলেন।সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ সহস্রাধীক দর্শকের সমাগম ঘটে এবং অনুষ্ঠানটি গণ মানুষের মিলন মেলায় পরিনত হয়।
Home / খেলাধূলা / হাজারো দর্শক সমাগম মধ্যে দিয়ে শেষ হল ভান্ডারিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও পড়ুন...
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
এনবিএন ডেক্সঃ নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …