20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে ১০ মিনিটের ব্যবধানে ২ বার অগ্নিকান্ড

সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে ১০ মিনিটের ব্যবধানে ২ বার অগ্নিকান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে ১০ মিনিটের ব্যবধানে ২ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ২’শ ৩৮ টি চটের বেল আংশিক পুড়ে গেছে।
মিলের প্রকল্প প্রধান মোঃ নূরুল ইসলাম জানায়, বুধবার রাত পৌনে ৯ টার দিকে মিলের ভীতরে রাখা চটের বেলের লটের ভীতর থেকে ধোয়া বের হতে থাকে। ফায়ার ব্রিগেডের সদস্য ও শ্রমিকরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনায় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস চলে যাবার পর ১০ মিনিটের ব্যবধানে আবারও আগুন লাগে। দ্বিতীয় দফায়ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ড্রয়িং মেশিনে বেদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গত সোমবারও এই মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …