সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ভেজাল দুধ সরবরাহের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির দুধ সংগ্রহ বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার মিল্কভিটা কর্তৃপক্ষ এই নির্দেশ জারী করেছেন।
গতকাল বুধবার সকালে হরিনাথপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি থেকে ২ ক্যান (৮০লিটার) দুধ মিল্কভিটার শাহজাদপুর উপজেলার পুঠিয়া দুগ্ধ সংগ্রহকেন্দ্রে সরবরাহ করা হয়। এই দুধ গুলো পরীক্ষা নিরীক্ষাকালে ভেজাল হিসেবে প্রমানিত হয়। বিষয়টি পুঠিয়া কেন্দ্রের ব্যাবস্থাপক ডাঃ এনামুল হক তাৎক্ষনিক মিল্কভিটার ব্যাবস্থাপনা কমিটির রাজশাহী-‘ক’ অঞ্চরের পরিচালক নজরুল ইসলামকে জানান। জানার পর পরিচালক নির্দেশ দিলে এই সমিতির দুধ সংগ্রহ বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে মিল্কভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ডাঃ এ এফ এম ইদ্রিস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় ভেজাল দুধ তৈরি এবং সরবরাহ করা হচ্ছে বিষয়টি মাথায় রেখে মিল্কভিটা দুধ সংগ্রহে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিক্ষা নিরীক্ষা শুরু করেছে। বর্তমানে কোনরকম ভেজাল দুধ সরবরাহ করা হলে অবশ্যই ধরা পরবে। হরিনাথপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি থেকে সরবরাহকৃত দুধে ভেজাল পাওয়ায় ওই দুধ ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে উক্ত সমিতিতে থেকে দুধ সরবরাহ নেয়াও বন্ধ রাখা হয়েছে। এ ব্যপারে মিল্কভিটার রাজশাহী‘ক’ অঞ্চলের পরিচালক নজরুল ইসলাম জানান, বিকালে ভেজাল দুধ ধরা পরেছে জানার পর তাৎক্ষনিক উক্ত সমিতির দুধ সংগ্রহ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এই ভেজাল দুধ সরবরাহের অভিযোগে ইতোপূর্বে ডায়া ও বাচরা ফকির পাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন কারী সমবায় সমিতির দুধ সংগ্রহও বন্ধ করা হয়েছে। তিনি আভিযোগ করে আরও বলেন, এই ভেজাল দুধ এসকল ভেজালকারীরা বিভিন্ন বেসরকারী কোম্পানীর কাছে বিক্রয় করছে। এ বিষয়ে প্রশাসনের কাছে এই ভেজাল কারীদের বিরুদ্ধে আইনগত ভাবে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
Home / প্রতিবেদন / শাহজাদপুরে ভেজাল দুধ সরবরাহের অভিযোগে হরিনাথপুর সমিতির দুধ সংগ্রহ বন্ধ করেছে মিল্কভিটা
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …