এনবিএন ডেক্সঃ গত বৃহস্পতিবার সকালে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মর্মানি-ক মৃত্যু হয়েছে। জনতা ব্যাংক নওগাঁ সদর উপজেলার হাপানিয়া শাখার কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, ঐ শাখার ম্যানেজার শামসুল আলম (৫০) নওগাঁ শহরের চকএনায়েত মহল্লায় নিজের বাসায় বসবাস করতেন। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বাসা থেকে শাখায় আসার উদ্দেশ্যে একটি বেবীট্যাক্সি যোগে বালুডাঙ্গা বাস টার্মিনালে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। সেখান থেকে বাস যোগে তিনি শাখায় আসতেন। পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি মারাত্মক আহত হন। স’ানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। বেলা সাড়ে ১০ টায় সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্যাংকের এজিএম এফএম মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ জামান ঘটনাস’ল পরিদর্শন করেন। এএসপি জানান, লাশ ময়না তদন- শেষে স্বজনদের নিকট হস-ান-র করা হবে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস’তি চলছে। জনতা হাপানিয়া বাজারে ট্রাকটি আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। নিহত ম্যানেজার নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …