2 Joishtho 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে বিষ সেপ্র করে ৭ বিঘা জমির গম বিনষ্ট করেছে দূবৃত্তরা

নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে বিষ সেপ্র করে ৭ বিঘা জমির গম বিনষ্ট করেছে দূবৃত্তরা

এনবিএন ডেক্সঃ পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ সেপ্র করে এক কৃষকের ৭ বিঘা জমির গম বিনষ্ট করেছে দূবৃত্তরা। এতে সর্বশান- হয়ে পড়েছেন ওই কৃষক। ঘটনাটি ঘটেছে পত্নীতলা উপজেলার নান্দাশ গ্রামে। জানা গেছে নান্দাশ গ্রামের আব্দুল জব্বার মুনশির পুত্র আঃ সবুরের সাথে কয়েকজন প্রতিবেশির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে দূবৃত্তরা গত ২৪ ফেব্রুয়ারী রাতে আব্দুস সবুরের বসকৈল মৌজার ৭ বিঘা জমির গম ক্ষেতে ভারি আগাছা নাশক বিষ সেপ্র করে। এর পর থেকে থোর আসা গম ক্ষেতগুলো বিবর্ণ হয়ে মরে যাওয়া শুরু করে। এঘটনায় আব্দুস সবুর বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারী শহিদুল ইসলাম জিল্লু, সারোয়ার হোসেন, সায়হান হোসেন সহ ৮ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই গম ক্ষেত সরজমিনে গিয়ে দেখা যায় ৭ বিঘা জমির গম পুরোটাই মরে গেছে। গম ক্ষেতের পার্শ্ববর্তী জমির কৃষক কছির উদ্দীন ও মোজাফ্‌ফর হোসেন জানান, ওই ৭ বিঘা জমিতে গ্রায় ১’শ মন গম উৎপাদন হত। এ বর্বর ঘটনায় সবুরের প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও তারা জানান। উপসহকারী কৃষি কর্মকর্তা মুনছুর আলী এ গম ক্ষেত পরিদর্শন করে জানান হুমাই জাতীয় বিষ সেপ্র করে এ গম ক্ষেত বিনষ্ট করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। #

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …