পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় সিডরে ত্রাণের ইউ.এন.ডিপির ঘর দেবে বলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপালী দারিদ্র বিমোচন সংস’া ও রূপালী যুব কল্যাণ সংস’া নামের একটি এনজিও ২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে।ঘটনার বিরবণে জানা যায় যে, ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মনজিল মোরশেদ খন্দকার এর কাছ থেকে ক্ষতিগ্রস’ পরিবারগুলোকে ত্রাণের ঘর দেবে বলে থেকে ২ লাখ ৬০ হাজার টাকা রূপালী দারিদ্র বোমোচন সংস’ার মালিক/সভাপতি ও সহযোগীরা নিয়ে আত্মসাৎ করে এলাকা ছেড়ে উধাও হয়ে গেছে। পরবর্তীতে মনজিল মোরশেদ পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে ০৩/১০/১০ তারিখে একটি মামলা করেন। যার মামলা নং-সিআর-৬৪/১০। উক্ত মামলার আসামীরা হলেন, মোঃ জামাল হোসেন, বিউটি বেগম, মোসলেম আলী খাঁ, সাইফুল আহসান এর নামে মামলা করায় আসামীরা ওই মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছে। যা বাগেরহাট সদর থানায় সাধারণ ডাইরী ভুক্ত হয়েছে (ডাইরী নং-১৫৫/১০)। এছাড়া উক্ত এনজিও কর্মীরা পাথরঘাটা উপজেলা, কাকচিড়া, মঠবাড়ীয়া উপজেলা, শরণখোলা উপজেলা, পটুয়াখালী উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে সিডরে ক্ষতিগ্রস’দের মাঝে ত্রাণের ঘর ও চাকুরী দেওয়ার নাম করে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত মামলার আসামী মোসলেম আলী খাঁকে পাথরঘাটা থানা পুলিশ গ্রেফতার করলে আদালত থেকে জামিন নিয়ে বেড়িয়ে আসেন । অন্য আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং অন্য আসামীদেও ভয়ে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …