23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কালীগঞ্জে জেলা পরিষদের অফিস সহকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে জেলা পরিষদের অফিস সহকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনিয়মের অভিযোগ

মঞ্জুরুল ইসলাম-মঞ্জু , লালমনিরহাট থেকেঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে অর্পিত সম্পত্তির দখলকে কেন্দ্র করে সম্পতির মালিকের নিকট মোটা অংকের ঘুষ দাবি করায় লালমনিরহাট জেলা পরিষদের অফিস সহকারী মো. ইউনুছ আলীর বিরুদ্ধে গতকাল এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানা গেছে, উপজেলার তুষভান্ডার বাজারের পূর্বে উত্তর ঘনেশ্যাম মৌজার ৪৩২ খতিয়ানের দাগ নং- ৪৮১৬,৪৮১৭-এর মোট ১ একর ২৯ শতক অর্পিত সম্পত্তির একটি পুকুর ১৯৭০ সাল থেকে সরকারী বিধি মোতাবেক দীর্ঘ মেয়াদি লীজ সূত্রে উত্তর ঘনেশ্যম গ্রামের মৃত ওলিয়ারুজ্জামান ফন্টুর ছেলে মোহাইমিনুল হাসান রোমেল ভোগ দখল করে আসছে। কিন’, গত তত্তাবাধায়ক সরকারের আমলে উচ্ছেদ অভিযানে রাস-ার পাশে থাকা দোকানঘর গুলো ভেঙ্গে ফেললে জায়গাটি কিছু দিনের জন্য ফাঁকা পরে থাকতে দেখে কতিপয় অসাধু লোকজন চক্রানে-র মাধ্যমে পড়ে থাকা জমিটি দখলের জন্য জেলা পরিষদের অফিস সহকারী ইউনুছ আলীর মাধ্যমে চেষ্ঠা চালায়। ৪০ ও ৬২ সালের রেকট অনুযায়ী সেখানে জেলা পরিষদের কোন অংশিদারিত্ব নেই বলে দাবি করেন ওই সম্পতির লীজ মালিক। এদিকে ওই অফিস সহকারী দোকান ঘর বরাদ্ধ দেয়ার নাম করে ১৭ জন ব্যাক্তির নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করেন এবং জায়গা দখল দিতে জোর তৎপরতা চালায়। বিষয়টি জানাজানি হলে সম্পতির পূর্ব থেকে লীজ গ্রহীতার নিকট লীজ নবায়নের কথা বলে ওই অফিস সহকারী অসৎ উদ্দেশ্যে মোটা অংকের টাকা দাবি করেন। নিরুপায় হয়ে অভিযোগ কারী ২৫ হাজার টাকা ওই অফিস সহকারীকে প্রদান করেন মর্মে সংবাদ সম্মেলনে উল্লেখ্য করেন। এদিকে রোমেল আরও অভিযোগ করে বলেন, অফিস সহকারী ইউনূস কতিপয় অসাধু চক্রের সাথে গোপন আতাঁতের মাধ্যমে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করেন। এবিষয়ে লালমনিরহাট দেওয়ানী আদালতে একটি মামলা রয়েছে।যার নং অন্য-৮৪/০৮ ।
এবিষয়ে জেলা পরিষদের অফিস সহকারী মো. ইউনুছ আলীর সাথে কথা হলে তিনি ঘুষ গ্রহণের কথা অস্বীকার করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …