22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জিয়ানগরে খাল দখল করে ভবন নির্মান করছে প্রভাবশালীরা

জিয়ানগরে খাল দখল করে ভবন নির্মান করছে প্রভাবশালীরা

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের ইন্দুরকানী বাজার সংলগ্ন ইন্দুরকানী ঘোষেরহাট খাল দিন দিন দখল করে প্রভাবশালীরা ভবন নির্মান করছে। উপজেলার জনগুরুত্ব পূর্ন এই খালটির পূর্ব পার্শ্বে বিভিন্ন মালিকরা বড় বড় ভবন নির্মান করছে। ভবন নির্মান করায় খালটি ছোট হয়ে যাচ্ছে তেমনি নাব্যতা হ্রাস পাচ্ছে। ব্যহাত হচ্ছে নৌ যান চলাচল। ২০০২ সালে জিয়ানগর উপজেলা হওয়ার পর জমির দাম বৃদ্দি পাওয়ায় জমির মালিকরা মোটা অংকের টাকায় খালের চর ও রাস-ার পার্শ্ব বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করলে জমির ক্রেতারা জমি ক্রয় করেই ক্রয় কৃত জমির চেয়ে বেশি দখল করে বড় বড় ভবন নির্মান করছে। সমপ্রতি জিয়ানগরের ইন্দুরকানী খালের পার্শ্বে কবিরাজ আঃ হালিম খলিফা খালের চর কিনেই খাল দখল করে ভবন নির্মান করছে। উপজেলা সহকারী ভুমি কমিশনার ও জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নির্মান কজে বাধা দিলে কয়েক দিন কাজ বন্ধ থাকে পরে রহস্য জনক ভাবে আবার কাজ শুরু হয়। এভাবে প্রশাসনের সামনেই খাল দখল করে প্রতি বছর ভবন নির্মান হচ্ছে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) কাজী তোফায়েল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন এস, এ রেকর্ডে খালের বাড়তি অংশ মালিকদের নামে আছে বলে রেকর্ড সূত্রে কেউ কেউ ভবন নির্মান করছেন। তবে কেউ খাল দখল করলে তার বিরুদ্ধে ব্যবস’া নেওয়া হবে। এ বিষয় নাম প্রকাশ না করার শর্তে ভুমি অফিসের এক কর্মচারী জানান অফিসের যোগসাজসে রেকর্ড ছাড়াই সরকারী জমি দখল করে ভবন নির্মান করছে। এলাকা বাসীর দাবী জিয়ানগর ঘোষেরহাট খালের দুই পার্শ্ব সরকারী ভাবে সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে মালিকানা সম্পত্তি ও সরকারী সম্পত্তির পৃথক ভাবে সীমানা নিধারণ করা উচিত। তাহলে কেহ অবৈধ ভাবে সরকারী জমি দখল করতে পারবে না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …