22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পিরোজপুরে উত্তর সহ প্রশ্নপত্র পাওয়ায় ২জন পরীক্ষার্থী গ্রেফতার

পিরোজপুরে উত্তর সহ প্রশ্নপত্র পাওয়ায় ২জন পরীক্ষার্থী গ্রেফতার

শুক্রবার সকালে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা চলাকালে হাতেনাতে উত্তর সহ প্রশ্নপত্র পাওয়ার অভিযোগে ২জন পরীক্ষার্থী ছনিয়া আক্তার ও সুমীতা রানী সমাদ্দার কে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা চলাকালে ছনিয়া আক্তার ,সুমীতা রানী সমাদ্দার এর কাছথেকে কর্তব্যরত শিক্ষক উত্তর সহ প্রশ্নপত্র পাওয়ার পর তাদের কে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ম্যাজিষ্ট্রেট নুরুল আলম জানান, ২জন পরীক্ষার্থীর কাছ থেকে উত্তর পত্র পাওয়ার বিষয়ে তদনত্ম হচ্ছে,তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …