22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নাজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

নাজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি: নাজিরপুর উপজেলার ৮ নং বুইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না রানী মৌলী মহান একুশে ফেব্রুয়ারী ও আনত্মর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ে যাননি বলে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য মোঃ আবুল বাশার। তিনি জানান বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা যথাযথ মর্যাদায় দিবসটি পালন করলেও প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি। এ ব্যাপারে জানার জন্য ঝর্না মৌলীর মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।অভিযোগে আরও জানা গেছে প্রধান শিক্ষকের অব্যবস’াপনার জন্য চলতি বছর ১৫/১৬ জন ছাত্র-ছাত্রী অন্যত্র চলে গেছে।তিনি ১১/১২টায় বিদ্যালয়ে যান। ৪/৫ জনের নামের উপবৃত্তির টাকা তিনি আত্মসাত করে আসছেন। নিয়মিত ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বিদুৎ বিল আদায় করেন।তাছাড়া বিভিন্ন জাতীয় দিবসে তিনি বিদ্যালয়ে যাননা এবং অনুষ্ঠান করতেও রাজী হননা। বিধ্যালয়ের আয় ব্রায়ের হিসাবও কাউকে দেননা। অভিবাবকরা জানান তিনি বিদ্যালয়টি ধংসের দ্বারপ্রানেত্ম নিয়ে এসেছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …